পাতা:সতুর মা.djvu/১৬৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

অলক্ষণ বিকারের ঘোরে একজন ধাত্রীর হাত হইতে অডিকলোনের শিশি সজোরে ফেলিয়া দিয়া মিসেস মুখাৰ্জ্জী চীৎকার করিয়া উঠিলেন—“বেরো বেরো অলক্ষণ বাড়ী -থেকে বিদেয় হ।” হাত হইতে ফটোখান ফেলিয়া উন্মত্তার মত ছুটিয়া আসিয়া, নয়নতারা দুই হাতে মিসেস, মুখার্জিকে জড়াইয়া ধরিয়া মুখের উপর পড়িয়া, সস্নেহে চুম্বন করিতে করিতে ব্যাকুল কণ্ঠে বলিল—“শোভন ! সুলক্ষণা ! দিদি আমার ! ক্ষমা কর। আর ও-কথা বলব না, চির অভাগিনি । আর তোমায় দুঃখ দেব না।” শোভনা একবার উদভ্ৰান্ত দৃষ্টিতে গৃহের চতুর্দিকে চাহিয়া মৃদু হাসিল। সেই হাসিই যে তাহার শেষ হাসি —নয়নতারা তাহা বুঝিল না। কঁদিতে কঁাদিতে আসিয়াছিল, শোভন হাসিতে হাসিতে, পৃথিবীর নিকট শেষ বিদায় লইল । )● ●