পাতা:সতুর মা.djvu/১৬৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

হালিৰ ধুমকেতু প্রথম পরিচ্ছেদ । সেদিন রাত্রে বেণীপ্রসাদের সঙ্গে রামদুলারীর বেশ একটা রীতিমত কলহ হইয়া গেল। এতটা যে হইবে তাহা কাহারই জানা ছিল না, প্রথমে একটা সামান্য বিষয় লইয়া কথা কাটাকাটি করিতে করিতে ক্রমে কলহট গুরুতর রকমের হইয়া পড়িল। রাগের মাথায় রামদুলারী বলিয়া বসিল—“কল্যাণী মায়ি করুন তোমার মুখ যেন আর আমায় দেখতে না হয়, আজকের ঝগড়াই যেন আমাদের শেষ ঝগড়া হয়।” বেণীপ্রসাদও তৎক্ষণাৎ তাহার উত্তরে বলিল—“আহ তাই হোক, কল্যাণী মায়ি তোমার মনসা পুর করুন। আর আমিও যদি যথার্থ পুরুষ হই তোমার মুখ আর দেখব না। তোমার ভারি তেজ, কিন্তু জেনে রেখ! মনে করলে তোমার তেজ আমি একদিনে ভাঙতে পারি। তোমার মত দশটা বড় মানুষের