পাতা:সতুর মা.djvu/১৬৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

হালির ধূমকেতু আগ্রহের সহিত তাহার বিজ্ঞাপন গুলি দেখিতে লাগিল । দেখিতে দেখিতে তাহার মুখ কিঞ্চিৎ প্রফুল্ল হইয়া আসিল, ংবাদ পত্র যথাস্থানে রাখিয়া বাতি নিবাইয়া আবার ছাদে গিয়া অশান্ত-চিত্তে,সেই অন্ধকারের মধ্যে পরিভ্রমণ করিতে লাগিল। আজ তাহার প্রাণে এক নূতন সঙ্কল্পের উদয় হইয়াছিল, পত্নীর প্রতি বিরক্তি বশতঃ গৃহে ফিরিতে ইচ্ছ। হইতেছিল না । বেণীপ্রসাদ সদ্বংশের কিন্তু নিতান্তই দরিদ্রের সন্তান । তাহার শশুর স্বৰ্গীয় লালা শঙ্করনারায়ণ বিপুল সম্পত্তির অধিকারী ছিলেন। তিনি একমাত্র পুত্র ত্রিবেণীনারায়ণকে যেমন অত্যাধিক আদরে লালন পালন করিয়া ছিলেন, তেমনি উপযুক্ত শিক্ষাও দিয়াছিলেন। বেণীপ্রসাদকেও তিনি শৈশবাবধি আপন গৃহে রাখিয়া পুত্রাধিক স্নেহে লালন পালন করিয়াছিলেন। পিতামাতা অবর্তমানে পুত্র ত্রিবেণীনারায়ণও আপন কনিষ্ঠার স্যায় পরম যত্বে বেণীপ্রসাদকে রাখিয়াছেন ও স্বশিক্ষা দিতেছেন। ত্রিবেণীনারায়ণ এখানকার একজন বড় দরের উকিল ; ইচ্ছা, বেণীপ্রসাদও আইন পরীক্ষা দিয়া তাহারই ব্যবসা অবলম্বন করে ; ভাই নাই, ভাইয়ের স্থান অধিকার করিয়া চিরদিন তাহার সহিত একগৃহেই অবস্থান করে। বেণী >¢ ፃ