পাতা:সতুর মা.djvu/১৬৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

হালির ধূমকেতু প্রসাদেরও ইহ। আন্তরিক ইচ্ছ। কিন্তু পিতৃ ঐশ্বৰ্য্যগৰ্ব্বি তা রামদুলারীর আচরণ, সময়ে সময়ে তাহাকে বড়ই মৰ্ম্মাহত করে ! বেণীপ্রসাদ রামদুলারী অপেক্ষ তিন বৎসরের মাত্র বড় ছিল, সেইজন্য স্বামা বলিয়। রামদুলারী তাহাকে বড় একটা সম্মান দেখাইত না । তাহা ভিন্ন শৈশব হইতে একস্থানে পালিত হওয়ায় তাহাদের উভয়ের মধ্যে ভালবাসার যেমন বাহুল্য ছিল বিবাদ বিসংবাদেরও তেমনি অপ্রতুল ছিল না । অধিকাংশ স্থলে তাহাদের কলহের মূলে রামদুলারীরই দোষ থাকিত কিন্তু সকলেই তাহার সকল কাৰ্য্য চিরদিন বড় স্নেহের চক্ষে দেখিত, এমন কি বেণীপ্রসাদ নিজে তাহার নিকট লাঞ্ছিত হইয়াও কোনদিন তাহার প্রতি বিরূপ হইয়া থাকিতে পারিত না। অনেক সময় তাহার স্বন্দর মুখের রূঢ় কথা গুলা অসহনীয় হইলেও বেণীপ্রসাদ শশুরালয়ের সুখ সৌভাগ্যের সহিত পিতৃভবনের দুঃখময় অবস্থা ও বিমাতার দুর্ব্যহারের তুলনা করিয়া সহ্য করিয়া যাইত। বেণীপ্রসাদের সঙ্গে রামদুলারীর কলহ ক্রমে নৈমিত্তিক ব্যাপার হইয়া উঠিয়াছিল, খুটি নাটি লইয়া তাহাদের ঝগড়াও যেমন শীঘ্ৰ হইত আবার ভাব হইতেও দেরী লাগিত না। রাগের সময় যাহা মুখে আসিত রাম Ꮌ©by