পাতা:সতুর মা.djvu/১৭০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

হালির ধূমকেতু তাহাই শুনাইয় দিত, আবার একটু পরেই হয়তো রাগ শাস্ত হইলে, স্বামীকে সাধ্যসাধনা করিয়া কথা কহাইত । বেণীপ্রসাদও তাহার সুরমা-রঞ্জিত মনোমোহন চোখ • ফুটি, টিকুলি ও নর্থ নি:শোভিত গোলগাল হাসি হাসি মুখখানি দেখিলে তাহার শত অপরাধ ভুলিয়া যাইত ; কিন্তু আজিকার কলহের পূর্বাপর সকল কথা তাহাকে নিতান্তই ব্যথিত করিয়াছিল, তাহার নিদ্রিত আত্ম-সম্মান বোধ জাগাইয়া দিয়া ছিল, তাই অন্যদিনের মত আজ আর সহ্য করিতে পারিল না। প্রভাতে বেণী প্রসাদ রাত্রির ঘটনা মনোমধ্যে গোপন রাখিয়া ত্রিবেণীনারায়ণের নিকট সংবাদপত্রে কৰ্ম্ম খালির বিজ্ঞাপন দেখাইয়া ও আপনার সঙ্কল্প জানাইয়া তাহার অনুমতি প্রার্থনা করিল। ত্রিবেণীনারায়ণ বিজ্ঞাপনটা হাতে করিয়া কিছুক্ষণ চিন্তা করিলেন–চাকরীট মন্দ নয় বটে, উন্নতিরও বিশেষ আশা আছে, তবে দূর অনেকটা, চাকরীর অনুরোধে সম্প্রতি অত দূরদেশে ৰাওয়ার কোন প্রয়োজন দেখিনা, আরও দুটো বছর কলেজে থেকে ওকালতি পাশ করে আমার কাছে থেকেই এখানকার কোর্টে ওকালতি করতে পারে, তাতে উপার্জন এর চেয়ে বেশী বই কম হবে না ও সেই ভাল বুঝিয়া ত্রিবেণীনারায়ণ ) tఏ