পাতা:সতুর মা.djvu/১৭২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

হালির ধূমকেতু প্রসাদ ব্যস্ততার ভাণ করিয়া সাহিরে বাহিরে ফিরিতে লাগিল, তাহার দিকে ফিরিয়াও চাহিল না। প্রবাসযাত্রার পূর্বে বাটীর সকলের নিকট বিদায় • লইয়া লেণীপ্রসাদ একবার শয়ন কক্ষে আসিল, রামদুলারী পুত্রকে কোলে লইয়া দুগ্ধপান করাইতেছিল। কয়দিনের পর স্বামীকে গৃহে প্রবেশ করিতে দেখিয়া অভিমানিনীর ‘অভিমান উথলিয়া উঠিল, নয়ন কোনে অশ্র দেখা দিল । কিন্তু, পাছে তাহার চোখের জল ধরা পড়ে --বেণীপ্রসাদের অনাদরে রামদুলারী মরমে মরিয়া আছে, পাছে এ কথা প্রকাশ হইয়া পড়ে, সেই ভয়ে তাড়াতাড়ি কোলের ছেলে দোলায় শোয়াইয়া, অন্য দ্বার দিয়া দ্রুতগতিতে গৃহ হইতে চলিয়া গেল । স্বামীর প্রতি তাচছল্য দেখাইবার জন্য রামদুলারী চঞ্চল পদে ঘর হইতে বাহির হইয়া গেল বটে, কিন্তু বেণীপ্রসাদের নিকট তাহার মনোভাব গোপন রহিল না । তাহার বিষন্ন মুখচ্ছবি, অসংস্কৃত বেশভূষা, অবিন্যস্ত কেশপাশ তাহার অন্তরস্থ ক্ষোভের সাক্ষ্য দিয়া গেল । নিমিষের জন্য বেণী প্রসাদের প্রাণে ব্যথা লাগিল, সকল মান অপমান বিবাদ বিসংবাদ ভুলিয় তাহাকে সাদরে ফিরাইয়া আনিবার অভিলাষ হইল। বিদায় মুহূর্বে পত্নীর অন্ততঃ )$9) צ כי