পাতা:সতুর মা.djvu/১৭৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

হালির ধূমকেতু হাসিমুখ দেখিয়া যাইবার আশা প্রবলতর হইয়া উঠিল, কিন্তু মনে পড়িল “হার্থী কা দাত আউর মরদ কা বাত ” বেণীপ্রসাদকে আত্মসম্বরণ করিতে হইল, আর অগ্রসর হইতে পারিল না। ফিরিয়া দোলন হইতে পুত্রকে বুকে তুলিয়া লইয়া আদর করিল, হাসাইয়া, নাচাইয় তাহার কচিমুখে শত চুম্বন দিয়া, স্নেহভরে তাহাকে বহুক্ষণ নিরীক্ষণ করিয়া, পুনরায় দোলনায় শয়ন করাইয়া বৃথা রামদুলারীর দর্শনাশায় ইতস্ততঃ দৃষ্টি করিতে করিতে দীর্ঘনিশ্বাসের সহিত বহির্ববাটীতে আসিল । বেণীপ্রসাদ চলিয়া গেলে রামদুলার গৃহে দ্বার রুদ্ধ করিয়া আবার ওড়নায় মুখ ঢাকিল। ఆశి