পাতা:সতুর মা.djvu/১৭৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

হালির ধূমকেতু “আ-জা-র নিদিয়া তু আ-জ-র আ! মেরে বালে কি অর্থোমে ঘুল মিল যা। হাট বাটমে গলি গলি মে, নীদ করে চক ফেরে ; সাম কো আওয়ে পুত সুলাওয়ে উঠ যায় বড়ে সবেরে। আ জা নিদিয়া আ জা ! তেরী বালা জোহে বাট, সোনে কা হ্যায় পায়ে জিস্কা রূপে কী হায় খাট, মখমল কা হায় লাল বিছোন, তাকিয়া ঝালরদার, সওয়া লাখ হঁ্যায় মোতি জিস্মে, লটর্কে লাল হাজার। চার বহু আওয়ে বালে কে, দো গোরা দো কালী, দে ঝুলাওয়ে দে খিলাওয়ে লে সোনে কী থালী।” এমন সময়ে আপাদমস্তক রৌপ্যালঙ্কার-ভূষিতা ফুললতা-চিত্রিত-রঙ্গিন-সাড়ী-পরিহিত পঞ্চাশোদ্ধ বর্ষ বয়স্ক বৃদ্ধ পৈরাগিয়া ঘৰ্ম্মাক্ত কলেবরে রামদুলারীর গৃহে উপস্থিত হইল। রামদুলার ঘুম পাড়ানিয়া গীত বন্ধ করিয়া সহৰ্ষে তাহার দিকে চাহিয়া বলিল—“আরে! মেরী বুয়া ! * এত না রোজ কেঁও ণ নহি আয়ো বুয়া ?”

  • পিতার ভগিনী ।

+ কেন । ১৬৭