পাতা:সতুর মা.djvu/১৮৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

হালির ধূমকেতু বেণীপ্রসাদ যখন রামদুলারীর ঘরে আসিল, কয়দিনের দারুণ উদ্বেগের সহিত যুগপৎ হর্ষ ও বিষাদে রামদুলারী মূচ্ছিতা হইয়া স্বামীর পদপ্রান্তে লুটাইয়া পড়িল। যখন জ্ঞান হইল কঁাদিতে কঁাদিতে স্বামীকে বলিল “এই শেষ, আর তোমায় দেখতে পাব না ! কাল ১৮ তারিখ এই রাতটুকু শেষ হইলেই বঢ়ানির সঙ্গে সূরজনারায়ণের লড়াই বাধবে, পৃথিবী উলটে যাবে, বঢ়ানির আগুনে দুনিয়া জ্বলে পুড়ে ছাই হয়ে বাবে ” বেণীপ্রসাদ সাদরে পত্নীর মুখচুম্বন করিয়া হাসিয়া ৰলিল—“কাল ১৮ তারিখ তোমায় কে বল্লে ? এখন যে ১৯ তারিখের রাত্ৰি ! ভয়ের দিন তো কেটে গেছে । ওই দেখ, আকাশে ধূমকেতু যেমন তেমনি আছে, কেবল তোমার রকম দেখে বাড়ীশুদ্ধ লোক হেসে আকুল হচ্চে !” 嚇 灌 嶽 響 # প্রভাতে বেণীপ্রসাদ মোহনীকে বলিল—“বহুজী লোকে বলে ধূমকেতু অমঙ্গলের চিহ্ন, আমি তো দেখচি ধুমকেতুর উদয়ে আমার স্বমঙ্গলেরই সূচনা হ’ল।” *

  • সত্য ঘটনামুলক ৷

Ի ԳԵ,