পাতা:সতুর মা.djvu/১৯০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

Tञ्षकनत्रप প্রথম পরিচ্ছেদ । --সলখি বয়ে যায় বেলা, শুধু হাসি-খেলা ! - একি আর ভাল লাগে ? অণখিতে অ'খিতে মদির মিলন, মধুর হুতাশে মধুর দহন, নিত নব অমুরাগে । সপ্তাহব্যাপী বৰ্মার পর একটি বিমল রবি-করোজ্জল মধ্যাহ্নে কলেজের সর্বশ্রেষ্ঠ প্রতিভাবান ছাত্র অনিলকুমার যখন দুটি নীলোৎপল অাখির ধ্যানে আপন কৰ্ত্তব্যকৰ্ম্মে ক্রটি ঘটাইয়া কলেজের রসায়নাধ্যাপকের বিস্ময় উৎপাদন করিতেছিল, ঠিক সেই সময়ে জমিদার-ভবনের একটা নিভৃত কক্ষ প্রতিধ্বনিত করিয়া অবসাদগ্ৰস্ত হৃদয়ে সমদুঃখভাগিনী সমবয়স্ক ভ্রাতৃজায়ার চিত্তে সহানুভূতি জাগাইয়া সুহাসিনী গাহিতেছিল—“শুধু হাসি খেল একি আর ভাল লাগে, সখি ! একি আর ভাল লাগে—।” > ማR