পাতা:সতুর মা.djvu/১৯১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

মিলন তরুণীর মৰ্ম্মবেদন যেন গানের স্বরে গুমরিয়া গুমরিয়া উঠিতেছিল। তাহার সজল অধির ব্যথা-ভরা দৃষ্টির সঙ্গে সঙ্গে সঙ্গিনীর কমলমুখ বিষাদ-য়ান করিয়া ধীরে ধীরে বায়ু তরঙ্গে মিশিজেছিল ! t ক্রমে গান থামিল ; গৃহ নীরব হইল। কণ্ঠস্বয় যখন নীরব হইল, হৃদয়ের অভিব্যক্তি তখন নয়নে-নয়নে চলিল । বারিভরা নয়নের সে নীরব দৃষ্টি কত কথা কত ভাব ব্যক্ত করিল ! হৃদয়ের কত চিত্র তাহাতে প্রতিফলিত হইল ! সরলা আবেশবিহবলা তরুণীকে আলিঙ্গনবদ্ধ করিয়া মনে মনে প্রতিজ্ঞ করিল, প্রাণপণ চেষ্টায় নিরপরাধার এ মনোবেদন দূর করিব। স্বামীর সহিত স্তহাসিনীর মিলন ঘটাইব । রায় বিশ্বস্তর চৌধুরীর তৃতীয়া কস্তা সুহাসিনীর তখন পূর্ণযৌবন, অনুপম সৌন্দর্ঘ্যে দেহটা ঘেরা, অনাবিল হৃদয়খানি গভীর প্রেমে পূর্ণ। আশা, আকাঙ্ক্ষা ও উৎসাহে উজ্বল উচ্ছল । পিতৃ-ভবনে তাহার আদর-যত্ন বিলাস-বিভবের অন্ত নাই । আত্মীয় বন্ধুর স্নেহ-প্রীতির অভাব নাই। তথাপি কেন যে হাস্ত-কৌতুকের অন্তরালে তাহার অন্তর দুঃখের ভারে দিন দিন ভাঙ্গিয়া পড়িতেছিল, তাহা ভ্রাতৃজায়৷ Ꮌbr o