পাতা:সতুর মা.djvu/১৯২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

মিলন সরলা ভিন্ন আর কেহই বুঝিত না। সকলেই ভাবে डाशंद्र निन बड़ সুখে কাটে। বাহির হইতে সকলে হাস্তোম্বল মুখখানিই দেখে, কিন্তু অন্তরটি তাহার হ্লাসোজ্জ্বল কি অশ্রুম্নান, হর্ষোৎফুল্ল কি বিষাদ-মর্থিত সে-খবর কেহ রাখে না । পাঁচ বৎসর বিবাহ হইয়াছে ; কিন্তু অনিলকুমার বা স্বহাসিনী কেহ আর দ্বিতীয় বার শ্বশুরালয়ে পদার্পণ করিতে পায় নাই। দুই তিনবার কুটুম্ব-গৃহে নিমন্ত্রণরক্ষা করিতে গিয়া দৈবযোগে সুহাসিনীর স্বামীসন্দর্শনের সৌভাগ্য ঘটিয়াছিল মাত্র। তাহার পিতার সহিত শ্বশুরের বিবাদ ! মনান্তরের মুলে উভয় পক্ষেরই আভিজাত্যের অভিমান । সুতরাং কুটুম্বুদ্বয়ের মানের বোঝাপড়ার মাঝে পড়িয়া পরস্পরের সান্নিধ্যপ্রয়াসী নিরীহ নবদম্পতি জীবনের সুখশান্তি হারাইতে বসিয়াছিল। শ্বশ্রীর সহায়তায় বহুচেষ্টার ফলে সরলার প্রতিজ্ঞা পূর্ণ হইল। অনিল সুহাসিনীর সাক্ষাংলাভে সমর্থ হইল । কিন্তু হায়, কে জানিত এই ক্ষণিকের সাক্ষাৎই তাহাদের মহা অনর্থের কারণ হইবে মিলনের মধুক্ষণের মধুরতা অনুভব করিতে না করিতেই বিদায়ের অনাকাঙিক্ষত অভিশপ্ত মুহূৰ্ত্ত আসিয়া পড়িবে | >b">