পাতা:সতুর মা.djvu/২০২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

মিলন হইবে, সে তখন অ্যর অনর্থক বাদানুবাদ অমুনয় বিনয় না করিয়া চিন্তাকুলচিত্তে নিজ কক্ষে চলিয়া গেল । যাইবার সময় কনকের ফটোখানি লইয়! গেল । ছবিখানি,আর ফিরিয়া না পাইয়া মা হাসিয়া ভাবিলেন “সুন্দর মুখের জয় সৰ্ববত্র (" মত ফিরিতে দেরী লাগিবে না । নির্জন শয়ন-কক্ষে স্বহাসিনীর সবত্ব-রক্ষিত ফটেখানির পাশ্বে কনকলতার প্রতিকৃতিখানি রাখিয়া পলকহীন নেত্রে কিছুক্ষণ নিরীক্ষণ করিয়া অনিল ভাবিল, ই৷ সুন্দরী বটে ! কুমারীর দেহখানি যেন বসন্তের কুসুম সুষম লইয়া গঠিত। কিন্তু এ অতুলনীয় রূপরাশি কি জীবনব্যাপী অশান্তির তাপে শুকাইবার জন্যই স্বৰ্যট হইয়াছে ! না কখনই না । যে আধারে তোমার শোভা শতগুণ বৃদ্ধি পাইবে, সৌন্দর্য্যের জীবন্তপ্রতিমা কনকলতা তোমায় আমি সেই আধারে রাখিতে যথাসাধ্য চেষ্টা করিব ! ) సె)