পাতা:সতুর মা.djvu/২০৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

তৃতীয় পরিচ্ছেদ । সুহাসিনীর যখন বোধশক্তি আবার ফিরিয়া আসিল, সে দেখিল আলোকোজ্জ্বল পুষ্প-গন্ধময় সুসজ্জিত কক্ষে সে তাহার প্রিয়তমের হর্মোঙ্গল দৃষ্টির নিম্নে কুসুম-শয়নে পুষ্প-উপাধীনে শায়িত । কি আনন্দ সুহাসিনা চতুর্দিকে চাহিয়া একবার হাসিল। মনে হইল স্বপ্ন ! স্বপ্ন ? তা হোক দুঃখিনীর ভাগ্যে সত্যকার দুঃখের চেয়ে স্বগের স্বপ্নও ভাল। তাহাও প্রার্থনীয়, লোভনীয় ! তাহার মনে পড়িল ছয়বৎসর পূর্বের সেই ফুলশয্যার দিন। সে আপন মনে ৰলিয়া উঠিল—“ঠিক সেই দিনের भउझे ना ?” স্থধামাখা কণ্ঠে প্রসন্নমুখে অনিল উত্তর করিল, "হুঁ, সুহাস! ঠিক সেই দিনের মত সবই, কেবল সে দিন ঘরে অনেক লোক ছিল, অনেকের মাঝে তুমি আমায়, আমি তোমায় চিনেছিলাম, আর আজ সব বাধা-বিঘ্ন-ভয় ভাবনাকে দূরে সরিয়ে তুমি আমায় আমি তোমায় পেয়েছি। অতীতের দুঃখ ভূলে দেখ সুহাস আজ কেবল ১৯২