পাতা:সতুর মা.djvu/২০৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

বীণার বিবাহ “ওম এ মেয়ে কত বড় হয়ে উঠেছে! লোকের কাছে মুখ দেখাব কি করে গে৷ ” বীণার দূরসম্পৰ্কীয়া এক বিধবা পিসি প্রভাকে সম্বোধন করিয়া বলিলেন—“বলি হ্যা ছোট বউ, এত বড় আইবুড়ো মেয়ে ঘরে রেখে ভাত মুখে রুচ ছিল কি করে ? খুব নিশ্চিন্ত হ’য়ে থাকতে পেরেছিলে যাহোক ত!” প্রভা অশ্রুপূর্ণ নেত্ৰ নত করিয়া নিরুত্তরে সকলের কথাই শুনিলেন । তাহার বলিবার মতও কিছু ছিল না, কেননা আজন্ম সুখপালিত ত্রয়োদশ বর্ষীয়া বীণাকে দেখিলে পঞ্চদশ বর্ষীয় কিশোরী বলিয়া ভ্রম হইত। কয়েক দিবস মধ্যেই এই কন্যা সম্বন্ধে কত কথাই না র্তাহাকে শুনিতে হইল, র্তাহার পরলোক গত স্বামীর ও তাহার এই অবিবেচনার জন্য কত ভৎসনাই তাহাকে সহ করিতে হইল । 轉 嚇 藝 轉 游 # দেখিতে দেখিতে নানা সুখ দুঃখের মধ্য দিয়া এক বৎসর কাটিয়া গেল। আদরিণী বীণা ও প্রভা শত নিৰ্য্যাতন সহ্য করিয়া চোখের জল চোখে রাখিয়া বুকের ব্যথা বুকে ধরিয়া নিরবে দিমের পর দিন গণিয়া যাইতে লাগিলেন । ধন-সম্পত্তিহীনা দুঃখিনী বিধবা কন্যার বিবাহের এখনও ') సెbు