পাতা:সতুর মা.djvu/২১০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

বীণার বিবাহ কোন উপায় করিতে পারেন নাই। বীণার জেঠামহাশয় – ক্রমেই বাণাকে গৃহের-আবর্জন স্বরূপ মনে করিতে লাগিলেন। ভাল বা মন্দ যে কোন পাত্রের হস্তে বীণাকে স্তস্ত করিতে পারলেই যেন তিনি একটি বৃহৎ দায় হইতে মুক্ত হন । বীণার মায়ের যত হউক আর নাই হউক বীণার জ্যেঠাইমার লোকের কাছে মুখ দেখান ভার হইয়া উঠিয়াছে “দেশে কি বর নেই গা, না ওর জেঠামহাশয় টাকা খরচ করতে নারাজ ? কিন্তু মেয়ে এমনি অপয় যে ওর বর আর মিলচে না ।” ( ७ ) দেখিয়া শুনিয়া প্রভা দিন দিন হতাশ হইতে লাগিলেন । বীণার বিবাহের ভাবনা ভাবিতে ভাবিতে হিমাংশু বাবু শেষে এক ছাপ্লান্ন বর্ষ বয়স্ক বুদ্ধের সহিত বীণার বিবাহের সম্বন্ধ করিলেন। জ্যেঠাইমা বলিলেন—“যাহোক এতদিনে ত বীণার আইবুড়ে নামটি ঘুচবে ?” প্রভা বড় যাযের চরণ অশ্রুসিক্ত করিয়া এ সম্বন্ধ ভঙ্গ করিবার জন্য কাতরে অনুনয় করিতে লাগিলেন। অবশেষে গৰ্ব্বিতা যায়ের কঠোর বাক্যে মৰ্ম্মাহত হইয়া প্রভা তাহাকে দৃঢ়স্বরে বলিলেন বীণার হাত ধরিয়া ভিক্ষা করিয়া খাবেন তবুও বুড়ার సెన