পাতা:সতুর মা.djvu/২১১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

বীণার বিবাহ সঙ্গে বিবাহ দিবেন না। প্রভার রা একেই প্রভা ও বীণাকে ভার স্বরূপ মনে করিতেছিলেন, তাহার উপর আবার প্রভার প্রতিবাদে ক্রুদ্ধ হইয়া তিনি বলিলেন, “ঘোর কলি কিনা, ভাল করতে চাইলে মন্দ হয় ! তা বাপু তোমার শক্তি থাকে বীণাকে ভাল বরে দাও না, আমাদের ধা সাধ্যি আমরা তা করেছি। কিন্তু এও বলে রাখছি ছোট বে, ঐ আইবুড়ো মেয়ে নিয়ে আমার বাড়ীতে আর থাকা চলবে না । তোমার জন্তে লোকের কাছে আমূার মাথা হেঁট হচ্ছে, তোমার ভাস্করের মুখ দেখান ভার হচ্ছে ।” প্রভা আপনার অবস্থা স্মরণ করিয়া চুপ করিয়া রহিলেন । আহার নিদ্রা ত্যাগ করিয়া কাদিয়াই তাহার দিন অতিবাহিত হইতে লাগিল। ক্রমে তিনি পীড়িত হইলেন। একে আশ্রিতা, তাহার উপর আবার পীড়া ! তাহার যা ও ভাস্কর র্তাহার উপর নিতান্ত অসন্তুষ্ট হইলেন। বীণা আর নিতান্ত ছেলে মানুষ নয়, এখন সকলি বুঝে ; তাহারই জন্য যে তাহার মায়ের এই কষ্ট ইহা বুঝিয়। সেও নির্জনে কাদিতে কঁাদিতে বলিত—“হে ঠাকুর, তুমি আমায় ডেকে নাও, আমার বাবা যেখানে গেছেন সেই খানে আমায় নিয়ে ঘাও, আমি আর মায়ের কষ্ট দেখতে পারি না।” • a o