পাতা:সতুর মা.djvu/২১২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

বীণার বিবাহ (8). প্রভা আপনার অবস্থা স্বামীর বন্ধু সুরেশচন্দ্রকে লিখিলেন । ইহার কিছুদিন পরে স্বরেশচন্দ্র একদিন এই অনাথা বিধবার গল্প করিয়া পরিচিত সমাজে দুঃখ করিতেছিলেন । সেখানে এম, এস, সি, পাস করা কান্তিচন্দ্র উপস্থিত ছিলেন। কান্তি সব জজের পুত্র। পর্বতপ্রবাস কালে তিনি বীণাকে দেখিয়াছিলেন। তিনি বলিলেন—“আমি বিনা পণে বাণাকে বিবাহ করিব।” উপস্থিত বন্ধুবর্গের সহিত সবিস্ময়ে সুরেশচন্দ্র ইহা শুনিলেন। কাস্তিচন্দ্রকে তিনি বিশেষরূপ জানিতেন, তাহার কথায় তাহার বিশ্বাস জন্মিল । আশাতীত আনন্দে তাহার হৃদয় পূর্ণ হইল। কিন্তু পরক্ষণেই তাহার মনে প্রশ্ন উঠিল, কান্তিচন্দ্রের পিতা ইহাতে সম্মত হইবেন কি ? ধনবান পিতা কি বিনা পণে এই সহায়সম্পত্তিহীনা বিধবার কন্যার সহিত র্তাহার একমাত্র শিক্ষিত পুত্রের বিবাহ দিতে স্বীকৃত হইবেন ? 卷 举 嶽 蠟 সুরেশচন্দ্রের অনুমানই প্রথমে সত্য হইল । কান্তি २ ० >