পাতা:সতুর মা.djvu/২১৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

বীণার বিবাহ চন্দ্রের পিতার নিকট যখন এ প্রস্তাব উত্থাপিত হইল তখন ইহাতে র্তাহার অসম্মতিই প্রকাশ পাইল । অবশেষে অনেক যুক্তি তর্ক, অনুরোধ উপরোধের পর বীণাকে পূত্রবধু করিতে তিনি স্বীকৃত হইলেন । দেবতার শুভ আশীর্ববাদের মত যখন এ সুসংবাদ প্রভার কর্ণগোচর হইল, পীড়িতা প্রভা তখন আনন্দাশ্রতে বুক ভাসাইয়া পরিপূর্ণ প্রাণে যুক্ত করে পরমেশ্বরের চরণে আপনার হৃদয়ের কৃতজ্ঞতা জ্ঞাপন করিলেন । র্তাহার মনে হইল দয়াময় হরি তবে বুঝি এতদিনে দুঃখিনীর কাতর প্রার্থন শুনিলেন। প্রভার যা মৌখিক আনন্দ প্রকাশ করিয়া বীণাকে অজস্র আশীর্ববাদ করিলেন বটে, কিন্তু বীণার এ সৌভাগ্য সূচনায় তিনি মরমে মরিয়া গেলেন ; যেহেতু ছোট বোঁটার দর্প চূর্ণ হইল না। তা ছাড়া যে বীণাকে তিনি গলগ্ৰহ ভাবিয়া ও কেবলমাত্র তাহার আইবুড় নাম ঘুচাইবার জন্যই নিতান্ত অযোগ্য পাত্রে অর্পণ করিতে কিছুমাত্র সঙ্কোচ করিতেছিলেন না সেই বীণাই কি না শেষে র্তাহার কন্যাদের অপেক্ষাও অধিক সুখী হইতে চলিল ! একি কম আপশোষের কথা ! বীণার জ্যেঠাইমা দীর্ঘনিশ্বাস ফেলিয়া ভাবিলেন, হ্যা অদেষ্টট ভাল বটে ! একেই বলে পাতা চাপ কপাল ! २ ० २