পাতা:সতুর মা.djvu/২১৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

বীণার বিবাহ { с ). . — কাল বীণার বিবাহ । অগ্রহায়ণ মাসের আর দিন নাই ; কাল একদিনেই গায়ে হলুদ বিবাহ সব হইবে। উৎকণ্ঠিত চিত্তে বিনিন্দ্র নয়নে প্রভা প্রভাতের অপেক্ষায় বসিয় রহিলেন ; শত সহস্ৰ স্মৃতির তাড়নায় আজ তিনি শয্যা গ্রহণ করিতে পারিলেন না । প্রভাতে বরের পিতা সংবাদ পাঠাইলেন যে র্তাহার পুত্রের অন্য স্থানে সম্বন্ধ স্থির হইয়াছে ; পাত্রী হিমাংশু বাবুরই প্রতিবাসী রমেশচন্দ্র চৌধুরীর পঞ্চদশ বর্ষীয়া কন্য লতিকা । কন্যার পিতা চার হাজার নগদ ও দুই হাজার টাকার অলঙ্কার দিতে প্রতিশ্রুত হইয়াছেন। বাণার জ্যেঠা মহাশয় যদি ইহা দিতে পারেন তবে তিনি বাণার সহিত পুত্রের বিবাহ দিতে সম্মত আছেন। পত্রের শেষ পংক্তি বাদ দিয়া বাণার জ্যেঠা মহাশয় সকলকে পত্র শুনাইলেন। বীণার জ্যেঠাইমা ও পিসিমা এককালে সমস্বরে বলিয়া উঠিলেন “কি অপয়া মেয়ে গো” ! দণ্ডায়মান প্রভার বক্ষে কি একটা বজ বেদন বোধ হওয়ায় তিনি হঠাৎ পড়িয়। গেলেন !