পাতা:সতুর মা.djvu/২১৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

বীণার বিবাহ ~" । পিতার বহু চেষ্টা সত্তেও এ সকল সংবাদ কান্তিচন্দ্রের কর্ণগোচর হইতে বিলম্ব হইল না! পিতার বর্বরতায় পুত্র বিদ্রোহী হইয়া উঠিলেন। কিন্তু বহু আয়াসে ক্রোধ দমন করিয়া কান্তি র্তাহার সংকল্পকে দৃঢ়তর করিয়া তুলিলেন। সন্ধ্যার পর নানা বাদ্য বাজাইয়া চতুর্দিক আলোকাকীর্ণ করিয়া মহা সমারোহে চৌধুরী বাড়ীতে লতিকার বরের শোভাযাত্রা আসিতেছে দেখা গেল। বীণাদের বাড়ীর রমণীগণ কোলাহল করিয়া ছাদ হইতে বর দেখিতে গেলেঙ্গ’ প্রভা দীর্ঘ নিশ্বাসের সহিত শয্যায় লুষ্ঠিত হইতে লাগিলেন। বীণা মা'র বুকে মাথা রাখিয়া মৃদুস্বরে বলিল “ম, আমার একটা কথা রাখবে ?” প্রভা কম্পিত কণ্ঠে বলিলেন “কি কথা ম৷ ” “বল আর তুমি কাদবে না ? মা আমাকে নিয়ে কি তুমি সুখী হও না ? আমার বিয়ে নাই বা হ’ল ? সত্য করে বলছি মা আমি কখন বিয়ে করব না। আমি ত কত বইতে পড়েছি কত লোকে আজন্ম কুমারী থেকে দেশের সেবা করে ; মা আমিও তাই করব, আর কিছু যদি না পারি শুধু তোমার সেবা ও দেশের অসহায় রোগীর সেবা করে জীবন কাটাব । তা দেখে কি তোমার আনন্দ হবে না মা ? বল মা বল, আর তুমি কঁদিবে না ?” প্রভা উচ্ছসিত অশ্রুবেগ সম্বরণ করিয়া মৃদু হাসিয়া २ ० 8