পাতা:সতুর মা.djvu/২১৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

বীণার বিবাহ বললেন “আচ্ছ মা আই হবে ; অনেক কেঁদেছি আর কাদব না, তাহলেই ওঁ তুই সুখী হবি বীণা ?” বীণা মায়ের কথার উত্তর বাক্যে না দিয়া সানন্দে মায়ের • গলা ধরিয়া মা'র মুখে চুম্বনের উপর চুম্বন করিয়া স্থির দৃষ্টিতে মা’র মুখপানে চাহিয়া রহিল। তাহার নীল তারকা বিশিষ্ট উজ্জ্বল চক্ষু দুট হইতে আনন্দধারা প্রবাহিত হইয়৷ মায়ের সন্তপ্ত প্রাণ শীতল করিতে লাগিল । বিবাহ বাড়ীর আনন্দ রোল মধ্যে মধ্যে উন্মুক্ত জানালা দিয়া প্রভার কর্ণে ধ্বনিত হইতেছিল। বরের সমারোহ, যাত্রীর কলরব নিকটতর হইঠেছিল। প্রভা বাণাকে বলিলেন—“বীণা, আমি ত তোমার কথা রাখিলাম আজ তুমিও আমার একটি সাধ পূর্ণ কর।” বীণ সানন্দে জননীর আদেশ পালন করিতে চাহিল। বীণার বিবাহের সকল আয়োজনই হইয়াছিল । রোগক্লিষ্ট শীর্ণদেহা প্রভা পূর্ণ উৎসাহে সযত্নে বীণাকে বধূবেশে সজ্জিত করিতে আরম্ভ করিলেন। আলুলায়িত-কুন্তলার কেশ রচনা করিয়া দিলেন। সযত্নে মুখখানি মুছাইয়া সুন্দর ক্রযুগলের মধ্যে টিপ দিয়া সুবাসিত মনোহর নীল রেশমী পরিচ্ছদ পরাইলেন তারপর গলায় একগাছি প্রফুল্ল কুসুমের মালা পরাইয়৷ উজ্জ্বল আলোকের সম্মুখে অনিমেষ অতৃপ্ত নয়নে R 0 &