পাতা:সতুর মা.djvu/২৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

সতুর মা মিজের কর্তব্যগুলি পালন করিয়া যাইতে লাগিল । কিন্তু, শত চেষ্টাতেও নবদুর্গ চিত্তের দুর্বলতা সম্পূর্ণ রূপে গোপন রাখিতে পারিল না। কর্তব্য সম্পাদনেও তাহার প্রতিপদে ভুল ভ্রান্তি দেখা যাইতে লাগিল। নৈমিত্তিক কৰ্ম্ম কাজের মধ্যে সময়ে সময়ে সহসা নবদুর্গার মনের অবস্থা এমনি দাড়ায়, যখন সে কত্রীঠাকুরাণীর সকল বিধি নিষেধ মুহূর্তের জন্য ভুলিয়া যায়। সতুর মা, না বলিয়া তাহাকে নবদুর্গ বলিয়া ডাকিলে তাহার চোখে জল আসে। সতুর হাস্ত ক্ৰন্দনে আকৃষ্ট হইয়া, যে স্থানে বাওয়া নিষেধ, অষ্টমনস্ক ভাবে সে স্থানে সে গিয়া পড়ে। লোকলোচনের জন্তরালে মুহূর্বের জন্যও সতুকে এক পাইলে সকল ভুলিয়া সাদরে বক্ষে তুলিয়া লইয়া শত স্নেহ চুম্বনে তাহার কোমল কপোলে রক্তকমল ফুটায়, অবোধ শিশু সে স্নেহচুম্বনে সোহাগে গলিয়া হাসিয়া লুটাইয়া পড়ে—বাৎসল্যরসাপ্লতা জননীর স্তন হইতে অমৃত ক্ষরিতে থাকে, অন্তর পুত্ৰক-বিহবল, নয়ন সলিলা হয়। কিন্তু সে কতক্ষণ ? নিমিষের সুখ নিমিষে ফুরায় । সহসাগত পঙ্কজিনীর তীক্ষ বীণের মত ভৎসনাসূচক দৃষ্টি, তাহাকে ব্যাকুল, ব্যথিত, ত্ৰাসিত করিয়া অবিলম্বে স্বকৰ্ত্তব্য সম্পাজনে বাধ্য করে। দুঃখিনীর বাকৃষ্ণুপ্তি হয় না। মৰ্ম্মভেদী ১২