পাতা:সতুর মা.djvu/২৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

সতুর ম দীর্ঘশ্বাস বাতাসে মিশে, অশ্রুবিন্দু নয়নেই অদৃশ্য হয়, ঝরিয়া পড়িবার দুঃসাহস তাহারা রাখে না । লোভ বড় ভয়ানক ! লোভের স্যায় শত্র মামুষের আর নাই ; আরস্তুেই সতর্ক ন হইলে সৰ্ব্বনাশ ! ইহার দায় এড়ান কঠিন। নবদুর্গা সত্ব ছাড়িয়া সতুকে মজুমদার দম্পতিকে দান করিতে পারিল, ভবিষ্যতে তাহাকে অবলম্বন করিয়া লুপ্ত-সংসার পুনঃ প্রতিষ্ঠিত করিবার, তাহারই কল্যাণে সুখ সৌভাগ্য ও স্বাধীনতা লাভ করিবার বাসনাকে হাসিমুখে বিসর্জন দিয়া চিরদীসীত্ব স্বীকার করিতে পারিল, কিন্তু সুযোগ পাইলেই সতুকে কোলে লইবার, তাহার সর্বাঙ্গে স্নেহহস্ত বুলাইতে বুলাইতে সভয় চকিত দৃষ্টিতে চতুর্দিক নিরীক্ষণ করিতে করিতে, দিনান্তে একটিবার তাহাকে স্তন্যপান করাইবার লোভঢুকু তাহার সম্বরণ করা দুরূহ হইল ! নবদুর্গ অতি লোভ অতি সহজেই সম্বরণ করিল, কিন্তু, তুচ্ছ লোভ তাহার-অসম্বরণীয় হইয়া উঠিল! ক্রমে পঙ্কজিনীর দৃষ্টি এড়াইয়া সতুর সান্নিধ্য লাভের সুযোগ অন্বেষণ, তাহার নৈমিত্তিক কৰ্ম্মের মধ্যে একটা প্রধান কাৰ্য্য হইল । o সতর্কতা সত্বেও কিন্তু নবদুর্গ বেশী দিন কত্রীtাকুরাণীর ঃি এড়াইতে পারিল না, চতুরা পঙ্কজিনী কৌশলে '\రి