পাতা:সতুর মা.djvu/২৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

সতুর ম৷ নবদুর্গাকে তাহার সন্তানের নিকট হইতে দূরে সরাইয় দিলেন। ভবনের যে যে অংশে রাজেন্দ্রের গতিবিধির সস্তাবনা কম, সেই সেই অংশে তাহার কৰ্ম্ম নির্দেশ করিয়া দিলেন। নবদুর্গা সেই সঙ্কীর্ণ গণ্ডীর মধ্যে থাকিয়া বিরামহীন কৰ্ম্মে আপনার সমস্ত সময় ও শক্তি ব্যয় করিয়া কত্রীর প্রসন্নতা লাভ করিবার ষত্ব করিতে লাগিল ; কিন্তু দুৰ্ভগা সে, তাহাকে প্রসন্ন করিবার একমাত্র উপায় ছিল —নবদুর্গার চিরদিনের জন্য এ ভবন ত্যাগ করিয়া অন্যত্র গমন । নবদুর্গা কিন্তু তাহা পারিল না। রাজেন্দ্রের বয়স যত বৃদ্ধি পাইতে লাগিল, বুদ্ধিবৃত্তির স্ফুরণ হইতে লাগিল—তাহার সর্বতোমুখী প্রতিভা ভবিষ্যতে তাহাকে উন্নতির উচ্চ সোপানে উন্নীত করিবার আশা দিতে লাগিল, পঙ্কজিনী সভয় অন্তরে ততই নবদুর্গাকে তাহার দৃষ্টি হইতে দূরে রাখিবার জন্য প্রাণপণে চেষ্টা করিতে লাগিলেন। ভাবনা—পাছে নবদুর্গ সন্তানপ্রীতি-বসে প্রতিজ্ঞা ভঙ্গ করিয়া তাহার কোল হইতে এত সাধের রাজেনকে কাড়িয়া লয়। ভয়—নবদুর্গার অসাবধানে পাছে কোন অশুভ মুহূৰ্ত্তে সত্য কথাট রাজেন্দ্রের নিকট প্রকাশ হইয় পড়ে। শেষে পঙ্কজিনীর অত্যন্ত সাবধানতায়, সতুকে কোলে লওয়া আদর যত্ব > 8