পাতা:সতুর মা.djvu/২৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

সতুর মা করা ত দূরের কথা দিনান্তে একবার সতুর দর্শন লাভেও নবদুর্গা বঞ্চিত হইল। সে স্পষ্ট অনুভব করিতে লাগিল —আর সে সন্তানের জননী নয়,—স্বামীর পত্নী নয়, পিতামাতার কন্যা নয়, ভ্রাতার ভগ্নী নয় ; ভদ্র পরিবারের বধু নয়, নিৰ্ম্মম অকৃতজ্ঞ ধনী দম্পতির দুৰ্ভগা পরিচারিক সে,—প্রাণহীন ক্রীতদাসী সে,—তুচ্ছ সে,—ধরণীর ধূলা সে ;–তাহার হাস্য-ক্ৰন্দনে, হৰ্ষ-বিষাদে কাহারও কিছু আসে যায় না। > &