পাতা:সতুর মা.djvu/২৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

সতুর মা . কর্তাবাবুর শয়নকক্ষে যাইবার জন্য ত্রিতলের সিড়িতে উঠিতেছেন। বামুনঠাকরুণ রন্ধনে ব্যস্ত, এ শব্দ তাহার কর্ণে প্রবেশ করিল না, কিন্তু নবদুর্গ হঠাৎ ডাক্তারবাবুর আগমনের কারণ না বুঝিয় উৎকণ্ঠিত হইয়া উঠিল। “ডাক্তার আসিয়াছেন, অবশ্যই কাহারও অসুখ ; কিন্তু, কাহার অসুখ ? বাড়ীতে লোক অনেক কিন্তু আজকালের মধ্যে কাহারও অসুখ হইয়াছে বলিয়া ত সে শুনে নাই ? কৰ্ত্তাবাবু, দিদিঠাকরুণ—র্তারাও ত ভাল আছেন ; রাত্রে গিন্নি আমার সামনেই বামুনঠাকরুণকে সকালের জন্য ভাড়ার বা’র করে দিয়ে গেলেন ; কই তার ত অসুখের কোন লক্ষণ দেখলুম না ? অন্য দিন যেমন কালও তেমনি, কিন্তু হুঁ ! মনে পড়চে বটে, অন্য দিনের চেয়ে কাল দেখলুম একটু বেশী তাড়াতাড়ি উপরে উঠে গেলেন, কারও সঙ্গে কথা কইলেন না ; কারও ভাল মন্দ কাজ দেখে শুনেও কিছু রপ্লেন না ; মনটার যেন বড় ঠিক নেই, চিন্তিত অন্যমনস্ক। হুঁ হুঁ মুখখানাও বড় বিষঃ-মত দেখেছিলুম মনে হচ্চে ! এমন কেন. হ’ল ?”—ভাবিতে ভাবিতে নবদুর্গার সতুর কথা মনে হইল। “হা তাইত কই সতুকে ত কাল স্কুলে যেত্ত্বে, বাগানে খেলতে যেতে দেখিনি ? আজ এখন পর্য্যন্ত একটাও কথার S q