পাতা:সতুর মা.djvu/২৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

সতুর ম৷ আওয়াজ পাইনি কেন ? সতুর কি তবে কোন অসুখ হয়েচে ? সে কি আজ বিছানা থেকে উঠতে পারেনি ?” সতুর কথা ভাবিতে ভাবিতে নবদুর্গ কপিতে ফাল দিতে গিয়া নিজের আঙুলে ফালা দিয়া বসিল ; কপির ধবধবে সাদা ফুলট রক্তে লাল হইয়া গেল। রান্নাঘর হইতে বামুনঠাকরুণ হাকিলেন, “ঝোলের কুটুনে, মাছের ঝোলের কুটনো এখনও দিয়ে গেলে না, আটটা বেজে গেল, ঝোল চড়াতে পারলুম না ; শীতের বেলা দেকতে দেক্তে বেড়ে যাবে, কৰ্ত্তাবাবুকে আপিষের ভাত দেব কখন গো ?” এমন সময় দালানের দিকে ফিরিতেই বামুনঠাকরুণের দৃষ্টি পড়িল রক্তমাখা কপিটা আর নবদুর্গার কাটা আঙুলটার দিকে। নবদুর্গা তখন যত জলে ডুবাইয়া আঙুলটার রক্ত বন্ধ করিয়া তাড়াতাড়ি বামুনঠাকুরুণের হুকুম তামিল করিবার চেষ্টা করিতেছিল, ততই নূতন রক্ত আনাজ তরকারি থালা বার্টি আর জলকে রঙইয়া তুলিতেছিল। ঝমুনঠাকরুণ বিরক্ত হইয়া বললেন,—“ওকি ! আঙুল •কেটে বসলে নাকি ? ভাল জ্বালা যাহোক, দিন দিন যেন তোমার কাজ কৰ্ম্ম কি হয়ে যাচ্চে, এখন যাও সরে বস, আমি নিজেই কুটে নিই। তোমার কি ? তুমি এখন হাত কেটে বসে রইলে আমায় ত রাধতে হবে, সময়ে >b" -