পাতা:সতুর মা.djvu/৩১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

সতুর মা বামুনঠাকুরুণের সকল কথা নবদুর্গার কানে গেল না। তাহার মাথা বন বক্স করিয়া ঘুরিতে লাগিল, সৰ্ব্ব শরীর ঝিম্ ঝিম্ করিতে লাগিল, তাহার অন্তরে কেবল প্রতিধ্বনি উঠিতে লাগিল—শক্ত, রোগটা শক্ত, বেড়ে যায়—এক বেলায় বাড়ে ! “ঐ ত সিড়ী”—নবদুর্গা ভাবিল—“ঐ ত সিড়ী, উঠি না কেন ?” সাহস করিয়া দুটি সিড়ী পার হইতে পারিলেই ত্রিতলে সতুর শয়নকক্ষ । ঘরের মধ্যে সম্মুখের পালঙ্কে সতু তাহার জননীর কাছে শয়ন করিয়া আছে, না জানি কি অসুখ, কি অবস্থায় সে এখন আছে ! নবদুর্গার ইচ্ছা হইতে লাগিল একবার সে ছুটিয়া গিয়া মুহূৰ্ত্তের জন্যও সতুকে দেখিয়া আসে। এক এক পা করিয়া সিড়ীর দিকে অগ্রসর হইল, দুই এক সিড়ী উঠিল—কৰ্ত্ত গৃহিণীর গোপন আদেশ নবদুর্গার স্মরণ হইল, স্মরণ হইল, চিরদিনের জন্য এ ভবন ত্যাগ করিয়া অন্যত্র গমন সে আদেশ লঙ্ঘনের শাস্তি ! নবদুর্গা শিহরিল, তাহার সাহসে কুলা.ইল না, সে ধীরে ধীরে পূর্ববস্থানে ফিরিয়া আসিয়া কড়াইশুট ছাড়াইবার চেষ্টা করিল। ঠিক সেই সময়ে গৃহিণীর প্রধান পরিচারিক বিন্দু একটা দমকা বাতাসের মত বেগে রান্না ঘরে প্রবেশ করিয়া ত্বরিত বচনে বলিল— ૨૦