পাতা:সতুর মা.djvu/৩২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

সতুর মা “ওগো ও বামুনঠাকুরুণ তোমার ও সব রান্না বান্না ফেলে রাখ, গরম জল চড়াও গরম জল—ফোমেণ্টে হবে ফোমেণ্টো, খোকাবাবুর বড় ব্যামো—এখনি ডাক্তার এয়েছিলেন, তুমি জল চড়াও, খুব ফুটন্ত জল চাই। আমি বাইরে নিধেকে বলে আসি, একটা লোয়ার উলুন আর কাট কয়লা আমায় তেতলায় দিয়ে আসে।” রামুনঠাকরুণ বলিলেন—“বড় ব্যামো কার ? কি ব্যামো ? ওলো বিন্দী কি ব্যামো ভাল করে বলে যা”— বলিতে বলিতে বিন্দুর পশ্চাৎ পশ্চাৎ ছুটলেন, বিন্দু আর থামিল না, বামুনঠাকরুণের কথার উত্তর দিতে দিতেই দ্রুতপদে বাহিরে গেল। ফোমেণ্টের জল গরম হইতে যে সময়টুকু লাগিবে, সেই সময়ের মধ্যে স্থিরভাবে সকল কথা বলা এবং নিধেকে উনান ও কাঠ কয়লা আনিতে হুকুম করা অসম্ভব না হইলেও গৃহিণীর প্রধান পরিচারিক বিন্দুবাসিনী যে খোকা বাবুর ব্যায়রামে নিতান্তই চিন্তিত হইয় পড়িয়াছে, সেই কথাটা বাড়ীর সকলকে জানানই, আলস্তের বাদসা বিন্দুদাসীর এই হাকডাক ও ব্যস্ততার কারণ। বিন্দু বলিল—“খোকাবাবুর, খোকাবাবুর-আমাদের রাজাবাবুর ব্যামে। নিমনিয়ে—আর ঐ ৰে কি বল্লেন” ডাক্তারবাবু ব্যাঙ্ককাইটি না কি ? আহা পরষ্ঠ সকালেও &>