পাতা:সতুর মা.djvu/৩৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

সতুর মা নাস রেখে দিই, তাও তো দিলে না, ছেলের শুশ্ৰুষার ভার আর কারও হাতে দিয়েও তো বিশ্বাস নেই ।” গৃহিণী বলিলেন,—“ন গো না ঠাট্ট নয়, সত্যিই শুনতে পাই। কাকেও দেখতে পাই নে, কিন্তু মাঝে মাঝে পায়ের শব্দ পাই, কে যেন সরে গেল মনে হয়। আচ্ছা বেশ, তুমিই এই ঘরে থেকো—আমার যখন সন্দেহ হবে তোমাকেও শোনাব।” কর্তা একটু অবিশ্বাসের হাসি হাসিয়া নীরব রহিলেন, পঙ্কজিনী চিন্তিত মনে ছেলের শুশ্রীষা করিতে লাগিলেন। ૨ (t