পাতা:সতুর মা.djvu/৩৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

তৃতীয় পরিচ্ছেদ। পূর্ণিমার রাত্রি-গভীর নিশীথ। ঘর দ্বার ছাদ প্রাঙ্গন বিমল জ্যোৎস্নায় উদ্ভাসিত,—ধীরে ধীরে শীতের শীতল बाबू धबाश्ङि,-श्ड़्श्९ गयूमनांब्र-उदन मैौहर निखक,– অন্দর-বাহিরে সকলে গভীর নিদ্রায় অচেতন। ছাদের সম্মুখে রারান্দার দিকের বড় ঘরে পালঙ্কের উপর স্বকোমল শয্যায় রোগক্লিষ্ট রাজেন শায়িত, দূরে বাতিদানে বাতি জ্বলিতেছে, চারি কোণে চারিখানি টেবিল, রোগীর ঔষধ পথ্য ও নানা আবশ্বকীয় দ্রব্যে পূর্ণ। পালঙ্কের নিকটে টিপায়ে ফুটন্ত ফুলের দুইটি গুচ্ছ, তাহাতে নানা জাতীয় গোলাপের সুগন্ধে টাপি লিনিমেণ্ট, প্রভৃতির গন্ধের তীব্রতা হ্রাস করিতেছে। আল্লক্ষণ বিশ্রামের জন্য পুত্রের নিকট দাসীকে বসাইয়া রাজেন্দ্রের জননী পালঙ্ক হইতে একটু দূরে একখানা আরামকেদারায় শয়নমাত্র নিদ্রিত হইয়া পড়িয়াছেন। দাসী রাজেন্দ্রের মস্তকে ধীরে ধীরে বাতাস করিবার উপদেশ পাইয় পাখাহন্তে মস্তকের নিকট বসিয়া দুলিতে দুলিতে অবশেষে ভূমিশয্যায় পড়িয়া ঘুমাইয়াছে, চতু २७