পাতা:সতুর মা.djvu/৩৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

সতুর মা হইতে সোডার জল আনিয়া খাওয়াইজ, রোগী তৃপ্তিবোধ করিয়া বলিল—“আঃ ” - নবদুর্গার সযত্ব শুশ্রীষায় রোগের কষ্টের মধ্যেও রাজেন্দ্র ঘুমাইতে লাগিল। দিবারাত্রি এক অনবরত পীড়িত পুত্রের শুশ্রায় ক্লান্ত পঙ্কজিন, আঁর প্রভুপত্নীর মনোরঞ্জন-হেতু প্রভূ-পুত্রের প্রতি মমতা প্রদর্শন-তৎপর পরিচারিকা উভয়েরই কিছুক্ষণ নিদ্রার ব্যাঘাত হইল না। রাজেন্দ্ৰ হাতটি মাড়ে, পাটি সরায়, মাঝে মাঝে উঃ আঃ করে, আর নবদুর্গ শিহরিয়া উঠে—ঐ বুঝি পঙ্কজিনীর ঘুম ভাঙ্গিয়া যায়, ঐ বুঝি আসিয়া পড়ে ! নবদুর্গ আরো প্রাণপণে তাহার সত্যুর রোগ-যাতনা দূর করিয়া তাহাকে ঘুম পাড়াইবার চেষ্টা করে, আর সর্ববান্তঃকরণে ঈশ্বরের কাছে প্রার্থনা করে—হে দেব দয়াময়! সতুর সকল রোগ বালাই, কষ্ট যন্ত্রণা আমায় দাও, সতুকে আমার সুস্থ কর, নরোগ কর, বাঁচাও, রক্ষা কর! প্রায় এক ঘণ্টা কাটিয়া গেল, নিস্তব্ধ গৃহ প্রতিধ্বনিত করিয়া ঘড়িতে তিনটা বাজিল, পঙ্কজিনীর নিদ্রার ব্যাঘাত হইল। তিনি চমকিত হইয়া উঠিয়া দাড়াইলেন— একি বাতিটা যে একেবারে নিবে যাবার মত হয়েচে । আঃ একটু চোখ বুজিছি, মাগী এইটুকু সময় আর ૨છ