পাতা:সতুর মা.djvu/৪০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

সতুর মা রাজেনকে আমার দেখতে পারেনি, ঘুমিয়েচে । কৰ্ত্তা আবার বলেন একজন নাস রেখে দিই, সে তোমার রাজেনের সেবা করবে, তারা তোমার চেয়ে আরও ভাল সেবা জানে। জানবে না কেন, মাইনে করা লোক জানে সবই, ভাল করে করে কই ? আলোটা উজ্জ্বল করিয়া দিয়া ফিরিয়াছেন, এমন সময় পঙ্কজিনীর মনে হইল বারান্দার দিকের দ্বারটা যেন একটু নড়িল ! কেন ? কেউ ঘর থেকে বাহির হয়ে গেল নাকি ? পঙ্কজিনীর মনে সন্ধেহ জাগিল। দাসার ঘুম ভাঙ্গাইয়া সঙ্গে লইবার দেরী সহিল না। গৃহের বাহিরে উজ্জ্বল জ্যোৎস্নালোক—ক্ষণমাত্র ইতস্ততঃ না করিয়৷ পঙ্কজিনী একাই ত্বরিতপদে গৃহের বাহিরে আসিলেন। উজ্বল জোৎস্নায় তিনি স্পষ্ট দেখিলেন, কে একটি স্ত্রীলোক দ্রুত ছাদ পার হইয়া সি’ড়ীর দিকে যাইতেছে। স্ত্রীলোক ?—স্পষ্ট দেখিলেন—স্ত্রীলোক ! তবে অন্যের সাহায্যের আবশ্যক কি ? রুদ্ধনিশ্বাসে দৌড়িয়া গিয়া পঙ্কজিনী স্ত্রীলোকটির কাপড় টানিয়া उांशद्र'शउ চাপিয়া ধরিলেন। নিরুপায় নবদুর্গা কম্পিতদেহে অঞ্চলে মুখ ঢাকিয় কত্রীর চরণ প্রান্তে বসিয়া পড়িল । । পঙ্কজিনী গৰ্জ্জিয়া উঠিলেন—“কি ? নবদুর্গা তুই ? २६)