পাতা:সতুর মা.djvu/৪৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

সতুর মা শয্যায় বিশ্রাম করিতেছিল—দ্রুতপদে সেখানে উপস্থিত হইয়া উন্মত্তার মত তাহার পদদ্বয় উভয় হস্তে বেষ্টন করিয়া অশ্রুরুদ্ধ কণ্ঠে পঙ্কজিনী ৰলিলেন—“ক্ষমা কর বোন, আজ আমায় ক্ষমা কর, জামার সকল অপরাধ সমস্ত দুর্ব্যবহার ভুলে যাও ” নবদুর্গ এই অন্সস্তাবিত ঘটনায় অতিমাত্র বিস্মিতা হইয়া ত্রস্তে-ব্যস্তে উঠিয়া বসিয়া পঙ্কজিনীর হস্ত হইতে আপন চরণ মুক্ত করিয়া তাহার পদধূলি লইয়া জিজ্ঞাসা করিল—“একি! দিঠাকরুণ, একি ! হয়েচে কি ?” পঙ্কজিনী উত্তর দিবেন কি, আশঙ্কা উদ্বেগ ও অনুতাপে আজ র্তাহার হৃদয় কাণায় কাণায় পূর্ণ। অশ্রুবর্ষণ ভিন্ন হৃদয়ভাব প্রকাশ করিবার এখন আর তাহার সামর্থ্য কোথায় ? - নবদুর্গ আজ প্রায় পচিশ বৎসরাধিক পঙ্কজিনীর সহিত একগৃহে বাল করিতেছে, কিন্তু, তাহার এ ভাব কখনও দেখে নাই। আজ সে তাহার ধনগৰ্ব্বিত কত্রী ঠাকুরণীর সহসা এই ভাবান্তর দেখিয়া উৎকণ্ঠিত হইয়া উঠিল। যার যেখানে ব্যথা তার সেখানে হাত—অসম্ভব হইলেও, নবদুর্গার মনে হইল বুঝি বা তাহার সতুরই কোনো অমঙ্গল ঘটিয়াছে। وان (يا