পাতা:সতুর মা.djvu/৪৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

সতুর মা কিছুক্ষণ নীরবে অশ্রুবর্ষণ করিয়া পঙ্কজিনী যখন নবদুর্গার ব্যগ্র প্রশ্নের উত্তরে ধীরে ধীরে আপন মনোভাব প্রকাশ করিয়া আবার ক্ষমা প্রার্থনার উপক্রম করিলেন, নবদুর্গা তখন প্রকৃতই ভগ্নীস্নেহে পঙ্কজিনীকে আলিঙ্গনবদ্ধ করিয়া সানন্দচিত্তে সহাস্যমুখে তাহাকে অভয় দিয়া বলিল—“সতু আমার নয়—তোমার, চিরদিনই তোমার, তুমিই সতুর মা, আমি কেবল তোমার দাসী মাত্র, ভগবানের কাছে প্রার্থনা করি তোমার বড় আশার, বড় সাধের রাজেনকে নিয়ে তুমি সুখী হও ; তোমার এক বোউ-বেটা এক শো হোক, নাতি নাতনীতে তোমার স্বখের সংসার পূর্ণ হোক! আর কিছুই আশা আকাঙ্ক্ষা আমার নেই, কেবল আশীৰ্ব্বাদ কর যেন সতুর মুখ দেখতে দেখতে মরতে পাই ।” আপনার প্রকৃতি দিয়া মানুষ অন্যের বিচার করে। অসম্পূর্ণ জ্ঞান লইয়া সে অন্যের হৃদয় চিনিবার ভ্রমে পড়ে, তাই এত বৎসর এক স্থানে এক সংসারে থাকিয়াও—পঙ্কজিনী নবদুর্গাকে চিনিতে পারেন নাই ; তাহার অন্তরের প্রকৃত পরিচয় পান নাই। তিনি নবদুর্গার প্রতি নিজের দুর্ব্যবহার স্মরণ করিয়া তাহার নিকট হইতে ভ্ৰমেও এ ব্যবহার আশা করেন নাই। ७१