পাতা:সতুর মা.djvu/৪৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

সতুর ম৷ আজ বিস্মিত স্তস্তিত মুগ্ধচিত্তে নবদুর্গাকে বললেন— “ন দিদি না, দাসী নও তুমি আজ থেকে আমার দিদি, আমার বোন, আমি তোমার ছোট বোন, রাজেন আমার বড় বোনের স্নেহের খান। তোমার আশীৰ্ব্বাদেই আজ আমি রাজেনকে নিয়ে সুখী, এ সুখে-এ স্কুখের সংসারে তোমার আমার সমান অধিকার, রাজেনকে যেভাবে দেখে শুনে যত্ন করে;তৃপ্তি পাও, তাই কর, কোনো বাধা দেব ন—ভয় ভাবনা রাখবে না। চল দিদি চল, আজ থেকে এ ঘর ছেড়ে আমার তেতলার ঘরে থাকবে চল ; দুজনের যদি তুল্য অধিকার, তবে একজনের তেতলার ঘরে রূপার পালঙ্কে মখমলের বিছানায়, আর একজনের একতলায় মাটির উপর মাদুর বিছিয়ে পড়ে থাকা মানায় Fil P নবদুর্গার মুখে আমদের হাস্তজ্যোতিঃ, নয়নে অশ্রুবিন্দু ফুটিয়া উঠিল! তাহার কৃতজ্ঞ অন্তর বিভুপাদপদ্মে নত হইয়া বলিল—“হে প্রভু, করুণাময়, তোমারই এ দান ; দুঃখিনীর দুঃখমোচনে তোমারই এ কৌশল ! ধন্য পিতা, ধন্য তুমি ! তোমার মহিমা অনন্ত ! করুণা অসীম । পঙ্কজিনীর আগ্রন্থ সত্ত্বেও নবদুর্গ তাহার বাসগৃহখানি ত্যাগ করিয়া ত্রিতলে গমনের ব্যবস্থা করিল না। হঠাৎ \©br