পাতা:সতুর মা.djvu/৫০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

সতুর মা এতটা বাড়াবাড়িতে অপর দাস-দাসীদের মনে, এমন কি স্বয়ং রাজেন্দ্রের মনেও সন্দেহ জাগিতে পারে, এ কথা পঙ্কজিনীকে বিশেষভাবে বুঝাইয়া দিলে তিনি নিরস্ত হইলেন ; তবে রাজেন্দ্রকে দেখিবার তাহার নিকটে যাইবার, সুস্থ বা অসুস্থ অবস্থায় তাহার যত্ন-শুশ্রুষা করিবার আর কোনো বিধি নিষেধ রহিল না । নবদুর্গার হৃদয়ের ভার যেন একটু একটু করিয়া লঘু হইতে লাগিল ! তাহার চিরবিষন্ন মুখ আনন্দের রেখাপাতে উজ্জ্বল হইল, নয়নের কালিমা ঘুচিয়া একটা দীপ্তি প্রকাশিত হইল ! আনন্দ-উৎসাহে তাহার গত বিশ বৎসর পূর্বের সামর্থ্য আবার ধীরে ধীরে ফিরিয়া আসিল। পতিবিয়োগ-কাতরা নারীদ্বয় পুত্রমুখ চাহিয়া শোক তাপ ভুলিয়া সুখী হইল। কিন্তু নিরন্তর মুখ ভোগ করিতে দেওয়া বুঝি বিধাতার ইচ্ছা নয় ! এক ভাবে একটানা স্রোতে সংসারতরণী বুঝি চলে না—চলিতে পারে না। পঙ্কজিনী ভাবিয়াছিলেন, এমনি ভাবেই বুঝি তাহার দিন কাবে,—এ মুখের এ জীবনের বুঝি শীঘ্র অবসান হইবে না; কিন্তু তাহা হইল না! পরিপূর্ণ স্বখের মাঝে সহসা গুস্কজিনীর । ভরা-ডুৰি হইল। রাজেন্দ্রের দ্বিতীয় পুত্র পূর্ণচন্দ্রের জন্মের vరిసె