পাতা:সতুর মা.djvu/৫১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

সতুর মা তিন সপ্তাহ পরে হঠাৎ প্লেগে ২৪ ঘণ্টার মধ্যে পঙ্কজিনীর মৃত্যু হইল। এত যত্বের-এত সাধের সংসারের কাছে একবার বিদায় লইবার পর্য্যন্ত অবসরও; তাহার মিলিল না ! বড় তাড়াতাড়ি পঙ্কজিনীকে যাইতে হইল। পঙ্কজিনীর মৃত্যুর সময় রাজেন্দ্রের বড় খোকার বয়স পাঁচ বৎসর, কন্যাটির তিন। তাহারা দুটি ভ্রাতা ভগিনী তাহাদের ঠাকুরমার সহসা অন্তৰ্দ্ধানে বড়ই কাতর হইয়া পড়িল। নবদুর্গ সস্নেহে রোরুদ্যমান শিশু দুটিকে আপন বক্ষে তুলিয়া লইল—আদয়ে সোহাগে স্নেহে যত্নে তাহাদের ঠাকুরমার অভাব ভুলাইয়া দিল । দুটিতে সতুর মায়ের অঞ্চলের মিধি হইল। আশৈশব পিতা মাতার অত্যধিক স্নেহ-যত্নে প্রতিপালিত রাজেন্দ্র জনক-জননীর অভাবে বড়ই দুঃখ অনুভব করিলেন। বধু জননীসমা শ্বশ্রীর বিয়োগে মৰ্ম্মাহত হইলেন। সে গভীর শোকে নবদুর্গ উভয়কে সাংস্তুন দিল। অল্পে অল্পে ৰ্তাহাদেরও যত্বের ভার সে নিজের হাতে লইল । নবদুর্গার স্নেহ যত্নের মধ্যে মাতৃস্নেহের বিকাশ দেখিয়া উভয়ে তৃপ্তিবোধ করিলেন। সতুর মায়ের স্নেহ যত্নে—সতুর ‘মায়ের কৰ্ম্ম-দক্ষতায়, সতুর মায়ের তৎপরতায় অল্পে অল্পে পঙ্কজিনীর শূন্ত স্থান দেন ক্রমে পূর্ণ হইয়া আসিতে