পাতা:সতুর মা.djvu/৫২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

সতুর মা লাগিল। পঙ্কজিনীর স্মৃতি যেন সতুর মায়ের মাঝে শ্রান্তদেহে আশ্রয় লইল। পঙ্কজিনীর নাম লুপ্তপ্রায় হইল। সারা সংসারটি ব্যাপিয়া রহিল কেবল—সতুর মা। সংসারের সকল অন্তরগুলি ব্যাপিয়া রহিল কেবল—সতুর মায়ের অতুল ,স্নেহ। কিন্তু এ ভাবে বেশী দিন কাটিল না, নবদুর্গার ভাগ্যে দুদিনের সুখ দুদিনেই ফুরাইল । সতুর মা যে তিমিরে ছিল আবার সেই তিমিরেই আসিয়৷ পড়িল । একবার প্রসবের পর সূতিকাগৃহে বধূমাতা রতনবালার মরণাপন্ন পীড়ার সময়ে কন্যার যত্ব-শুশ্ৰষা করিতে আসিয়া রাজেন্দ্রের শাশুড়ী সংসারের কর্তৃত্ব এবং কন্যা জামাতা ও নাতি নাতিনীগুলির যত্বের ভার নিজে লইয়া নবদুর্গাকে অব্যাহতি দিলেন। সতুর মায়ের হস্ত হইতে একে একে সকল অধিকার রাজেন্দ্রের শাশুড়ীর হস্তে গেল। ধীরে ধীরে বৎসর কয়েকের মধ্যেই রাজেন্দ্রের শাশুড়ী এই সংসারের প্রকৃত গৃহিণী, যথার্থ শুভানুধ্যায়িনী হইয়া উঠিলেন। আর সতুর মার দূরদৃষ্ট সতুর মাকে আবার তাহার স্বস্থানে ফিরাইয়া আনিল । কেবল দীর্ঘকালের অধীনতার পর স্বাধীনতাটুকু পাইয় তাহার অন্তরে যে মহা পরিবর্তন সাধিত হইয়াছিল তাহা আর গেল না। 8×