পাতা:সতুর মা.djvu/৫৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

সতুর মা তাহার বহু আয়াসলন্ধ পূর্ব অভ্যাস আর ফিরিল না। সতুর মা পঙ্কজিনীর নিকট, যেমন পারিয়াছিল রাজেন্দ্রের শাশুড়ীর নিকট ততটা অধীনতা স্বীকার করিতে পারিল না। পঙ্কজিনীর আদেশ নিষেধ বিধি ব্যবস্থা যে ভাবে মান্য করিয়া চলিয়াছিল, রাজেন্দ্রের শাশুড়ীর নিষেধ আজ্ঞ বিধি ব্যবস্থা সেরূপ ভাবে মানিয়া চলিতে পারিল না । দুঃখ অভিমান ও আত্মসম্মান-বোধে জলাঞ্জলি দিয়া অন্যান্য দাস দাসীর অনুকরণে তোষামোদাদি দ্বারা নবগৃহিণীর প্রিয় হইতে পারিল না। ফলে প্রথম হইতেই উভয়ের মধ্যে অপ্রীতির ভাব বদ্ধমূল হইয়। ক্রমে রাজেন্দ্রের শাশুড়ীর রোষদৃষ্টি কুগ্রহের ন্যায় শত দিক হইতে শত প্রকারে সতুর মায়ের অনিষ্ট সাধন করিয়া ফিরিতে লাগিল । সতুর মা শান্তি হারাইল, স্বাস্থ্য বিসর্জন দিল, কিন্তু ভয়ে ভীত হইয় আপন কৰ্ত্তব্য ভুলিল না, অসহিষ্ণু হইল না ! ভগবৎ চরণে মতি স্থির রাখিয়া নীরবে সে তাহার কৰ্ত্তব্য পালন করিয়া যাইতে লাগিল ৷ জননীর শিক্ষাক্রমে বধুমাতার ব্যবহার অমহাপ্রায় হইলে অন্যের অলক্ষ্যে অশ্রমার্জন করিয়া সতুর মা ভাবিল—“দোষ কারও নয় গো মা, আমি স্বখাত-সলিলে ডুবে মরি খাম৷ ” অভাবের দিনে মতুর মায়ের মেহাশয়, সংসার-পরি 8२