পাতা:সতুর মা.djvu/৫৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

সতুর মা চালনায় সতুর মায়ের বিবেচনা বুদ্ধির সহায়তা, রাজেন্দ্র বধুমাতা হইতে নব প্রসূত শিশুটির পর্যন্ত আবশ্বক হইয়াছিল বটে কিন্তু সে অভাবের দিন কাটিয়াছে—সে প্রয়োজন ঘুচিয়াছে, স্বতরাং কিছুকাল পূর্বে যেখানে সকলে সতুর মায়ের স্নেহাপ্রয় করিয়া শান্তি তৃপ্তি ও আনন্দ প্রাপ্ত হইয়াছিল, আজ সেই ভবনে একটি বৃদ্ধ ও একটি বালিকা ব্যতীত সতুর মায়ের ব্যথার ব্যর্থী আর কেহ জুটিল না। মজুমদার-পরিবারের চিরহিতাকাঙক্ষী বৃদ্ধ গাঙ্গুলি মহাশয় ও রাজেন্দ্রের স্নেহময়ী বালিকা কন্যা সন্তোষিনী । সতুর মাকে সকলেই ভুলিয়াছে, কেবল এই বালিকাই ভুলে নাই, একমাত্র সে-ই সতুর মায়ের অগাধ স্নেহ উপেক্ষা করিয়া "দিদিমায়ের' অঞ্চলে বাধা থাকিতে পারে নাই । 8ළු