পাতা:সতুর মা.djvu/৫৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

পঞ্চম পরিচ্ছেদ। রাজেন্দ্রের কন্যার বিবাহ-বিপুল সমারোহ—অসীম আনন্দ। এক নবদুর্গা আঙ্গ যেন দশভূজারূণে দশদিকের তত্ত্বাবধান করিয়া ফিরিতেছে। মুহূৰ্ত্ত তাহার কৰ্ম্মের বিরাম নাই, শ্রান্তিবোধের অবসর নাই, উৎসাহ উল্লাসের অন্ত নাই। পুটুরাণীর—তাহার আদরের সন্তোষিণীর বিবাহ উৎসবে আজ সে তাহার প্রকৃত অবস্থা ভুলিয়া গিয়াছে, দুঃখ অভিমান মন হইতে মুচিয় ফেলিয়াছে। আজ যে তাহার জীবনের স্মরণীয় নি, তাহার সতুর আনন্দের কাজ সতুর মেয়ের বিবাহ; সতুর মান সন্ত্রম রক্ষা করা, নিমন্ত্রিতগণের আহবান আপ্যায়ণ, যত্ন পরিচর্য্যা করা আজ যে তাহারই কাজ। আপন কৰ্ত্তব্য ভুলিয়া সে কি আজ তাহার তুচ্ছ বিবাদ বিষাদ মান অভিমান লইয়া বসিয়া থাকিতে পারে ? বিবাহ বাড়ির কৰ্ম্ম সকল তাহারই ইঙ্গিতে তাহারই পরামর্শে স্বসম্পন্ন হইতেছে —মনে হইতেছে সেই যেন সংসারে কত্রী, সেই আজ গৃহের প্রকৃত গৃহিণী, আর সকলে তাঁহারই অধীনে তাহার হুকুম তামিল করিয়া ফিরিতেছে মাত্র। সামান্য দাসীটি হইতে 88: