পাতা:সতুর মা.djvu/৫৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

সতুর মা বধুমাতা রতনবালা পৰ্য্যন্ত আজ তাহার আজ্ঞাধীন, স্বয়ং রাজেন্দ্র তাহার সৎপরামর্শের প্রার্থী। কৰ্ত্তব্যের দায়িত্ববোধের সহিত আনন্দের মত্ততায় সে আজ বিভোর ; যেন কি এক যাদুমন্ত্ৰে সকলে আজ তাহার বশীভূত, তাহার ইঙ্গিতে পরিচালিত। এ আনন্দের দিনে শত্রুও আজ তাহার মিত্রের আকার ধারণ করিয়াছে । সৰ্ব্ববিষয়ে সৰ্ব্বকৰ্ম্মে তাহার অভিজ্ঞতা ও তৎপরতা দর্শনে মনে মনে পরাভব স্বীকার করিয়া রাজেন্দ্রের শাশুড়ি অন্তরে ঈর্ষাবিষে জর্জরিত হইলেও আজ তাহাকে হাসিমুখে সন্তাষণ করিতেছেন—সন্ত্রমসূচক দৃষ্টিতে তাহার প্রতি চাহিতেছেন। সৰ্ব্বোপরি সৎপ্রকৃতি বৃদ্ধ গাঙ্গুলি মহাশয় আজ চিরদুখিনীকে হর্ষোৎফুল্ল দেখিয়া তাহাকে আনন্দ জ্ঞাপন ছলে আশীৰ্ব্বাদ করিয়াছেন। বিবাহ সাজে সুসজ্জিত হইয় মাননীয়া মহিলামণ্ডলীর মাঝে অবোধ বালিকা সন্তোষিণী আজ আশৈশবের প্রতিবশে সর্বাগ্রে তাহারই চরণধুলি মস্তকে লইয়াছে—মাতামহীর নিষেধসূচক ভ্ৰকুটি উপেক্ষ করিয়া আনন্দাশ্রস্নিগ্ধ শুভদৃষ্টির আহবানে; হাস্তমুখে তাহারই স্নেহালিঙ্গনে ধরা দিয়াছে। এত স্থখ এত আনন্দ বুঝি তাহার অন্তরে ধরিতেছে না। তাহার আদরিণী সন্তোষিনীকে শতবার শতরূপে দেখিয়াও বুঝি তাছার নয়ন 8&