পাতা:সতুর মা.djvu/৫৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

সতুর মা পরিতৃপ্ত হইতেছে না। সতুর মা খাজ এই বিপুল আনন্দ বহন করিয়া কৰ্ম্ম হইতে কৰ্ম্মন্তরে গৃহ হইতে গৃহস্তরে ফিরিতেছিল—আর গৃহস্থিত ও আমন্ত্রিতবর্গ এই প্রাচীন দাসীটির উদ্ভূত কাৰ্য্যকুশলতা প্রশংসাসূচক দৃষ্টিতে দেখিতেছিল । । & পুটুরাণীর বিবাহ–ষ্ঠানন্দের দিন, উচ্চতম কৰ্ম্মচারী হইতে নিম্নতম চাকর দাসীটিকে পর্য্যন্ত উপযুক্ত উপহার বা বকশিশ দেওয়া হইতেছে। সতুর মা কৰ্ত্তাবাবুর আমলের চিরবিশ্বস্তা বৃদ্ধ পরিচারিকা, রাজেন্দ্র হইতে আরম্ভ করিয়া রাজেন্দ্রের ছেলে মেয়েগুলিকে পর্য্যন্ত স্নেহ যত্ব দিয়া মানুষ করিয়াছে—মুখে দুঃখে গৃহস্থের আপনার জনের মত অনুক্ষণ সাথে সাথে আছে—সাধারণ দাস দাসী অপেক্ষ তাহাকে কিছু ৰেশী দেওয়া উচিত। তাই তাহাকে একছড়া সোনার হার ৪ একখানা উৎকৃষ্ট সাদা গরদ দিবার হুকুম হইল । বধুমাতা স্বহস্তে তাছাকে দিতে আসিলেন। শত চেষ্টাতেও নবদুর্গ হাত পাতিয়া তাহা লইতে পারিল না, তাহার হর্ষরঞ্জিত হৃদয়খাhার উপর কে যেন হঠাৎ কালি ঢালিয়া দিল ; শত বৃশ্চিক যেন একসঙ্গে তাহাকে দংশন করিল ! আহা সে যে ডেপুটি ম্যাজিষ্ট্রেটের গর্ভধারিণী 8o