পাতা:সতুর মা.djvu/৫৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

সতুর মা জননী ! তাহাকে কি আজ সামান্ত দাসদাসীর দলে মিশিয়া তাহাদের পাশে দাড়াইয়া নিজের নাতিনীর বিবাহে বৰশিশ, লইয়৷ একগাল হাসিয়া ‘রাজাবাবুর জয় হোক বলিতে হইবে ? হা অদৃষ্ট। বিবাহের • পরদিন প্রভাতে নব বরবধূ—নবদুর্গার সাধের নাতিনা নাতিনী-জামাই, বিদায়ের কালে সর্ববাগ্রে তাহারই যে যৌতুক করিবার কথা –নাতিনীর বিবাহে সকলকে যথাযোগ্য উপহার বকশিশ দেওয়া যে আজ তাহারই কর্তব্য। বধু বিলম্বে বিরক্ত হইয়া বলিলেন “নাও না গো, হাতে করে দাড়িয়ে থাকব নাকি ?” নবদুর্গা প্রকৃতিস্থ হইয়া বলিল—“না মা আমি আর ও নিয়ে কি করব, পুটুরাণী আমার বেঁচে থাক—সুৰী হোক—সিথের সি দুর—হাতে নোয় বজায় থাক জামাই তোমার অক্ষয় অমর হোক্—বিয়ে বলে আনন্দ করে তুমি যে দিতে এয়েচ ওই আমার নেওয়া হয়েচে, আমার কাছে না রেখে, তোমার কাছেই রেখে দাও।” - রাজেন্দ্র যখন শুনিলেন—সতুর মা বকশিশু নেয়নি, তখন তাহার মনে হইল পসন্দ হয় নাই বুৰি। মাগ লোক ভাল কিন্তু কিছুতেই মন ওঠে না, ভারী অহঙ্কার যা হোক। গরদের থান ও মূল্যবান হারের সহিত 8 ዓ