পাতা:সতুর মা.djvu/৬৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

সতুর মা ত তুমি ? বল চি আমার শরীর ভাল নয় এখন কোন কথা টথা শুনতে পারব না, তবু বার বার ওই—” সঙ্গে সঙ্গে বধুমাতাও রুষ্টম্বরে বলিয়া উঠিলেন— “তোমার বুদ্ধি-শুদ্ধি একেবারে লোপ পেয়ে গেছে নাকি ? শুনচ মামুষের অসুখ করচে, কষ্ট হচ্চে, তবু এই ঘুমের সময় জ্বালাতন করচ কি বলে ? যাও নীচে নেবে যাও।” উভয়ে নীরব হইলেন। নবদুর্গ বজাহতের ন্যায় স্তস্তিত ভাবে দ্বারে মস্তক রক্ষা করিয়া দাড়াইল ; তাহার সমস্ত দেহমনের শক্তি যেন অন্তৰ্হিত হইল, চরণ দেহভার বহনে অসমর্থ হইল । ক্ষণপূর্বের এলোমেলো বাতাস ক্রমে ভীষণ ঝড়ের আকার ধারণ করিয়া বিকট বেঁ। বে। গে। গে। শব্দে ক্ৰোধোন্মত্ত দৈত্যের মত দিগ্বিদিকে ছুটিয়াছে, প্রাণীমাত্রেরই ভীতি উৎপাদক বিরাট অন্ধকারে চতুর্দিকে আছন্ন হইয়াছে। সেই বিশ্বব্যাপী অন্ধকারের মাঝে বাগানের গাছপালা গুলা মুহূর্বে পতনভয়ে ভীত হইয় হায় "হায় করিয়া উঠিল ; গৃহমধ্যে রাজেন্দ্রের শিশুকন্য নিদ্রাভঙ্গে কাদিয়া উঠিল। সে স্বরে চমকিত হইয়া প্রাণপণে ঝড়ের সঙ্গে যুঝিতে যুঝিতে নবদুর্গ দ্রুত অগ্রসর হইল, কিন্তু বৃদ্ধার পক্ষে অন্তর বাহিরের সে' ○ ゲ