পাতা:সতুর মা.djvu/৭০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

সতুর মা প্রবল ঝড়ের সহিত বেশীক্ষণ যুঝিতে পারা অসম্ভব । তাহার চেতনা বিলুপ্ত হইয়া আসিল, বেশীদূর অগ্রসর হইতে পারিল না, নবদুর্গ অবসন্ন দেহে এক স্থানে বসিয়া পড়িল । তুমুল ঝড়ের অবসানে তাহার মস্তকের উপর দিয়া এক পসলা বৃষ্টিও হইয়া গেল তথাপি নবদুর্গার স্থস নাই । গভীর চিন্তার মাঝে বুঝি বা সে তাহার বোধশক্তি হারাইয়াছিল ! - বহুক্ষণ একভাবে থাকিয়া সহসা নবদুর্গার কম্প উপস্থিত হইল, তাহার মস্তিষ্কের ভয়ানক একটা যন্ত্রণ অনুভূত হইল, পিপাসায় কণ্ঠ ওষ্ঠ শুষ্ক হইল। নবদুর্গার স্মরণ হইল, এই ভাষণ ঝড় বৃষ্টি অন্ধকারের মাঝে এক সে তাহার গৃহের বাহিরে বসিয়া আছে, সভয়ে একবার সম্মুখে চাহিয়া অতি কষ্টে কম্পিত পদে নবদুর্গ আপন কক্ষে ফিরিয়া আসিল, যথাসস্তুব শীঘ্ৰ কাপড় বদলাইয়া অনেকটা শীতল জলে পিপাসা শান্ত করিয়া বিষণ্ণ মনে কম্পমান দেহে নবদুর্গ শয্যা আশ্রয় করিল।

  1. 輸 聯 響 কে কাশী যাইবে ? গাড়ীর সময় হইয়া আসিল,

নবদুর্গার যাত্রার সময় নিকটতম হইল। কাশীতে তাহাকে ●》