পাতা:সতুর মা.djvu/৮১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

বিশ্বেখ্রশ্ন✉ দশলে । ওEাকে একে পাঁচটি কন্যারত্বের পর চিন্তাহরণের জন্ম হওয়ায় ছেলেৰেলা একটু অতিরিক্ত আদরষত্বেই তাঙ্গাকে মানুষ করা হইয়াছিল, এবং স্নেহাদরের ফলে তাহার দৌরাত্ম্য যখন চরম সীমায় উঠিয়া তাহার পিতামাতাকে সতর্ক হইতে ইঙ্গিত করিতেছিল, সেই সময় সহস৷ এক দৈবজ্ঞের আগমনে তাহার আদরধত্ব হ্রাস হওয়া দূরে পাক, বরং বৃদ্ধিরই সুযোগ হইয়াছিল। দৈবজ্ঞ ঠাকুর একটি পয়সা আর একটি সুপারি লইয়া চিন্তাহরণের ভাগ্যগণনা করিয়া প্রসন্নমুখে তাহার জননীকে বলিলেন, “মা তুই বড় ভাগ্যবর্তী ! অনেক পুণ্যের ফলে তোর এই সন্তান জন্মেছে, তোর ভাবনা কি মা, তোর ছেলের কপালে এক্ট দেখ রাজদণ্ড রয়েছে ।” সরল বিশ্বাসের সহিত একটা তৃপ্তির নিশ্বাস ফেলিয়। দৈবজ্ঞ ঠাকুরকে ভক্তির সহিত প্রণাম করিয়া যোগমায়া আবার জিজ্ঞাসা করিলেন, “ঠাকুর, আমার ছেলের হাত দেখলেন, অনুগ্রহ করে আমার হাতটি দেখে বলে দিন, এই ছেলেটি রেখে আমি মরতে পারব কি ? আর 4 o'