পাতা:সতুর মা.djvu/৮২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

বিশ্বেশ্বর দর্শনে আমার বড় সাধ একবার কাশীর বিশ্বেশ্বর অন্নপুন্নো দর্শন করে আসি, তা আমার বরাতে আছে কি ? দৈবজ্ঞ ঠাকুর তাহার হাতটির দিকে কিছুক্ষণ দৃষ্টি স্থির রাখিয়া হাসিয়া বলিলেন, “শুধু কাশী কেন মা তুই কাশী গয় বৃন্দাবন হরিদ্বার কেদার বন্দ্রীনাথ পৰ্যন্ত যাবি ; ঐ ছেলের কল্যাণে তোর পুণ্যকৰ্ম্ম তীর্থধৰ্ম্ম সব হবে কোনো অভাব থাকবে না। মা, তোর ছেলের কোলে নাতি দেখে তুই হাসতে-হাসতে মরবি।" চিন্তার মা তখন গভীর আনন্দে পূর্ণন্ধদয় হইয়া কুটারমধ্য হইতে ক্ষুদ্র একটি বংশপেটিকা বাহির করিয়া বহু অশূেষণে বহুদিনের সঞ্চিত দুটি টাকা বস্ত্রখণ্ডের গ্রন্থি খুলিয়া দৈবজ্ঞঠাকুরের পদতলে রাখিলেন। ঠাকুর সস্তুষ্ট মনে মাতাপুত্রকে আশীৰ্বাদ করিয়া বিদায় হইলেন। অনেক ভাবিয়া চিন্তাহরণের পিতা মাতা পুত্রকে ঠিক রাজা না হউক অন্ততঃ ধনী ও বিদ্বান দেখিবার জন্য সাধ্যাতীত চেষ্টা করিতে কৃতসঙ্কল্প হইলেন। দুরন্ত শিশু চিন্তাহরণ জানি না কোন স্ববুদ্ধির উদয়ে অল্পদিনের মধ্যেই খেলা-ধূলা ছাড়িয়া স্থবোধ বালকের মত পিতার আদেশ শরের কলম ভূযোর কালি লইয়৷ পাততাড়ি বগলে, Q কেঁচার খুঁটে মুড়ী মুড়কী বাধিয়া লইয়া পাঠশালে গেল। צר